ইউরোপের ২৬ টি দেশের নাম

ইউরোপের ২৬ টি দেশের নাম নিয়ে আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে। ইউরোপ সাধারণত আমাদের মত বাংলাদেশীদের জন্য স্বপ্নের একটি দেশ। যেখানে গেলে আমরা নতুনভাবে জীবন গড়তে পারি এবং জীবনকে নিজের মতো করে সাজাতে পারি। তাই আজকে ইউরোপের ২৬ টি দেশের নাম সম্পর্কে আলোচনা করা হবে।
ইউরোপের-২৬-টি-দেশের-নাম

পেজ সূচিপত্রঃ

ইউরোপের ২৬ টি দেশের নাম

ইউরোপের ২৬ টি দেশের নাম নিয়ে আজকের এ আর্টিকেলটি লিখা হয়েছে। আমরা অনেকে সাধারণত ইউরোপ মহাদেশ সম্পর্কে জানলেও ইউরোপ মহাদেশের দেশগুলো সম্পর্কে অজানা। আজকে আপনাদেরকে ইউরোপ মহাদেশের ২৬ টি দেশের নাম জানানো হলো। যে দেশগুলো নাম আগে কখনো শোনেননি। তাহলে জেনে নেওয়া যাক ইউরোপের ২৬ টি দেশের নামঃ
  1. ইউক্রেন
  2. সুইডেন
  3. সুইজারল্যান্ড
  4. স্লোভেনিয়া
  5. যুক্তরাজ্য
  6. নেদারল্যান্ডস
  7. মোনাকো
  8. মন্টিনিগ্রো
  9. মাল্টা
  10. ইতালি
  11. আয়ারল্যান্ড
  12. রাশিয়া
  13. স্পেন
  14. পোল্যান্ড
  15. মলদোভা
  16. ভ্যাটিকান সিটি
  17. তুরস্ক
  18. লুক্সেমবুর্গ
  19. লিথুয়ানিয়া
  20. ম্যাসেডোনিয়া
  21. হাঙ্গেরিসার্বিয়া
  22. স্লোভাকিয়া
  23. রোমানিয়া
  24. সান মারিনো
  25. নরওয়ে
  26. ফ্রান্স

ইউরোপের গরীব দেশের তালিকা

প্রত্যেকটি মহাদেশে একটা না একটা গরীব দেশ থাকে। তবে আসুন জেনে নেওয়া যাক আজকে ইউরোপ মহাদেশের মধ্যে গরিব রাষ্ট্রগুলোর তালিকা আপনাদের সামনে তুলে ধরা হলোঃ
  • বুলগেরিয়া
  • রাশিয়া 
  • মন্টেনেগ্রো 
  • সার্বিয়া 
  • বোসনিয়া ও হার্জিগোভিনা
  • বেলারুষ 
  • আলবেনিয়া 
  • উত্তর ম্যাসিডোনিয়া
  • মোলদোভা 
  • ইউক্রেন 

ইউরোপের ধনী দেশের তালিকা

ইউরোপ মহাদেশে অনেক ধনী দেশ রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের অজানা। তবে আজকে জেনে নেওয়া যাক ইউরোপ মহাদেশের ধনী দেশগুলোর নাম কি কি। ইউরোপের ধনী দেশগুলোর তালিকা তুলে ধরা হলোঃ
  • সুইডেন
  • অস্ট্রিয়া 
  • সান মারিনো
  • নেদারল্যান্ড 
  • ডেনমার্ক 
  • আইসল্যান্ড 
  • নরওয়ে 
  • সুইজারল্যান্ড 
  • আয়ারল্যান্ড 
  • লুক্সেমবুর্গ 

ইউরোপ মহাদেশ মোট কয়টি দেশ নিয়ে গঠিত

আজকে এই পোস্টটির মাধ্যমে ইউরোপের ২৬ টি দেশের নাম বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু ইউরোপ মহাদেশ মোট কয়টি দেশ নিয়ে গঠিত এই কথাটা কম বেশি আমরা সকলেই জানি। তাও বলে দেওয়া ভালো ইউরোপ মহাদেশ মোট ৫০ টি দেশ নিয়ে গঠিত। ইউরোপ মহাদেশের গরীব এবং ধনী
দেশ আছে।

ইউরোপ মহাদেশ সাধারণত আমাদের কাছে একটি স্বপ্নের দেশের মতো। কারণ ইউরোপে একবার ঢুকতে পারলে আমরা মনে করি আমাদের লাইফটা সেটেল হয়ে যাবে। কারণ তাদের জীবন যাত্রার মান আমাদের দেশের জীবনযাত্রার মানে তুলনে অনেকটা উন্নত। আর ইউরোপ মহাদেশে শ্রমিকদেরকে নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে।
ইউরোপের-২৬-টি-দেশের-নাম

    ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা

    শেনজেন চুক্তির আওতায় বর্তমানে ২৭টি দেশ রয়েছে। এ দেশগুলোর মধ্যে দিয়ে ভ্রমণের জন্য আলাদা ভিসার প্রয়োজন হয় না, একটি মাত্র শেনজেন ভিসাতেই সবগুলো দেশে যাতায়াত করা যায়।শেনজেন সদস্য দেশসমূহ ২০২৫ অনুযায়ীঃ

  1. অস্ট্রিয়া
  2. বেলজিয়াম
  3. চেক প্রজাতন্ত্র
  4. ডেনমার্ক
  5. এস্তোনিয়া
  6. ফিনল্যান্ড
  7. ফ্রান্স
  8. জার্মানি
  9. গ্রিস
  10. হাঙ্গেরি
  11. আইসল্যান্ড
  12. ইতালি
  13. লাতভিয়া
  14. লিথুয়ানিয়া
  15. লুক্সেমবুর্গ
  16. মাল্টা
  17. নেদারল্যান্ডস
  18. নরওয়ে
  19. পোল্যান্ড
  20. পর্তুগাল
  21. স্লোভাকিয়া
  22. স্লোভেনিয়া
  23. স্পেন
  24. সুইডেন
  25. সুইজারল্যান্ড
  26. ক্রোয়েশিয়া
  27. লিচটেনস্টাইন

ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা

শেনজেন চুক্তির বাইরে ইউরোপে এখনো বেশ কিছু দেশ রয়েছে। এসব দেশে প্রবেশের জন্য আলাদা ভিসা প্রয়োজন হয়।নন-শেনজেন দেশগুলোর তালিকা ২০২৫ এর তথ্য অনুযায়ীঃ
  • আলবেনিয়া
  • আর্মেনিয়া
  • আজারবাইজান
  • বেলারুশ
  • বসনিয়া ও হার্জেগোভিনা
  • বুলগেরিয়া ,শেনজেনে যোগদানের পথে
  • সাইপ্রাস ,শেনজেনে যোগদানের পথে
  • জর্জিয়া
  • কসোভো
  • মলদোভা
  • মন্টেনেগ্রো
  • উত্তর মেসিডোনিয়া
  • রোমানিয়া শেনজেনে যোগদানের পথে
  • সার্বিয়া
  • তুরস্ক
  • ইউক্রেন
  • যুক্তরাজ্য UK

ইউরোপের কোন কোন দেশের ভিসা চালু আছে

বর্তমানে মোট ২৯টি দেশ রয়েছে শেনজেন ভিসা যুক্ত, যেখানে বুলগেরিয়া ও রোমানিয়া ২০২৫ সালের প্রথম দিনে যোগ দেয়। ইউরোপের কোন কোন দেশের ভিসা চালু আছে সেই দেশগুলোর নাম তুলে ধরা হলোঃ

ইউরোপের শেনজেন ভিসা ভুক্ত দেশসমূহ

  • অস্ট্রিয়া
  • বেলজিয়াম
  • বুলগেরিয়া 
  • ক্রোয়েশিয়া
  • চেক প্রজাতন্ত্র
  • ডেনমার্ক
  • এস্তোনিয়া
  • ফিনল্যান্ড
  • ফ্রান্স
  • জার্মানি
  • গ্রীস
  • হাঙ্গেরি
  • ইতালি
  • লাতভিয়া
  • লিথুয়ানিয়া
  • লুক্সেমবুর্গ
  • মাল্টা
  • নেদারল্যান্ডস
  • পোল্যান্ড
  • পর্তুগাল
  • রোমানিয়া 
  • স্লোভাকিয়া
  • স্লোভেনিয়া
  • স্পেন
ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থাকা চারটি দেশ আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, লিচটেনস্টাইন ও শেনজেন সুবিধা প্রদান করে

ইউরোপ মহাদেশের আয়তন কত?

ইউরোপ বিশ্বের অন্যতম ক্ষুদ্র মহাদেশ হলেও ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মোট আয়তন প্রায় ১০.১৮ মিলিয়ন বর্গকিলোমিটার। এই আয়তন অনুযায়ী ইউরোপ পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। ভৌগোলিকভাবে এটি এশিয়ার সাথে সংযুক্ত হলেও রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যে স্বতন্ত্র। ইউরোপের উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমে বিস্তৃত অসংখ্য দেশ বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব বিস্তার করে আসছে।
ইউরোপের-২৬-টি-দেশের-নাম

ইউরোপের সবচেয়ে বড় দেশ কোনটি

ইউরোপ মহাদেশের মধ্যে সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া। কারণ ইউরোপ মহাদেশের মধ্যে রাশিয়ার থেকে আর বড় কোন দেশ নেই। রাশিয়ার মোট আয়তন প্রায় ১৭ মিলিয়ন বর্গকিলোমিটার, তবে এর একটি বড় অংশ এশিয়াতে অবস্থিত।ভূগোল ও জনসংখ্যার বিচারে রাশিয়া ইউরোপ ও এশিয়া দুই মহাদেশেই বিস্তৃত, তাই এটিকে একটি দ্বি মহাদেশীয় দেশ বলা হয়।

শেষ কথা

পরিশেষে বলা যায় যে, ইউরোপের ২৬ টি দেশের নাম বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তাছাড়া ইউরোপের কোন কোন দেশের ভিসা চালু করা আছে সমস্ত কিছু বিস্তারিত ভাবে আলোচনা করেছি। আর ইউরোপ মহাদেশের মধ্যে সবথেকে বড় দেশ কোনটি সেই সম্পর্কেও আলোচনা করা হয়েছে।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url